ঢাকা | ফেব্রুয়ারী ২৫, ২০২৫ - ৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

বাজারে উঠেছে আগাম জাতের তরমুজ

  • আপডেট: Monday, February 24, 2025 - 6:15 pm

ক্রেতা কম, দাম বেশি:

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: মাঘ মাস শেষ না হতেই নওগাঁর আত্রাইয়ে বাজারে দেখা মিলছে তরমুজের। আগাম জাতের গ্রীষ্মকালীন তরমুজ বাজারে আসলেও ক্রেতা কম বলছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, গ্রীষ্মকালীন তরমুজ এখনো তেমন বাজারে আসেনি। দেশের পটুয়াখালী, বরিশাল জেলায় এই আগাম জাতের তরমুজ চাষ হয়ে থাকে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সাহেবগঞ্জ বাজার, স্টেশন বাজার, নতুন বাজার, আহসানগঞ্জ হাট এলাকায় আগাম জাতের তরমুজ বিক্রি করছে। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা কেজি দরে।

সাহেবগঞ্জ বাজারে সোমবার সকালে সুলতানে তরমুজের দোকানে তরমুজ কিনতে আসা আক্কাস আলী বলেন, আগে গ্রীষ্মকালে তরমুজ পাওয়া যেত। এখন গ্রীষ্মকালের অনেক আগে থেকেই বাজারে তরমুজ পাওয়া যায়। আবার শোনাও যায় এখন নাকি তরমুজ বারোমাসি আবাদ হচ্ছে। আমিও একটি তরমুজ কিনলাম।

ক্রেতা আতিক হোসেন বলেন, বাজারে এ বছরের নতুন তরমুজ দেখে কিনতে আসলাম। তবে দামটা বেশি হওয়ার কারণে আমি কিনতে পারিনি। সামনে রমজান মাস আসছে তরমুজ কিনে খেতে পারব কিনা জানি না।

বিক্রেতা সিরাজ শেখ বলেন, অন্য বছরের চেয়ে অনেক আগেই এবার বাজারে তরমুজ এসেছে। আগাম জাতের তরমুজ পটুয়াখালী, বরিশালসহ দক্ষিণাঞ্চলের চাষ করেন অনেকে। আমরাও লাভের আশায় পাইকারী কিনে খুচরা বিক্রি করছি। তবে এখনো শীত থাকায় বিক্রি একটু কম হচ্ছে। গরম পড়লে তরমুজ বিক্রি বৃদ্ধি পাবে বলে আশা করছেন তিনি।

এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার বলেন, উত্তর অঞ্চলের দিকে তরমুজের আবাদ নেই বললেই চলে। তবে দক্ষিণাঞ্চলের দিকে তরমুজের আবার অনেক বেশি হয়ে থাকে। এখন যে তরমুজ বাজারে পাওয়া যাচ্ছে এটি আগাম জাতের তরমুজ।