ঢাকা | ফেব্রুয়ারী ২৪, ২০২৫ - ১:৪৭ পূর্বাহ্ন

বদলগাছীতে কয়েলের আগুনে পুড়ল ৩টি গরু, বাঁচাতে গিয়ে ঝলসে গেল মালিক

  • আপডেট: Sunday, February 23, 2025 - 7:22 pm

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েলের আগুন লেগে এক কৃষকের তিনটি গরু মারা গেছে ও পুড়ে গেছে গোয়াল ঘর।

গরু গুলোকে বাঁচাতে গিয়ে আগুনে ঝলসে গুরুতর আহত হয়েছেন গরুর মালিক কৃষক সামাদুল (৪২)। গতকাল রোববার ভোররাতে উপজেলার আধাইপুর ইউনিয়নের সেনপাড়া নামক গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আহত সামাদুল ওই গ্রামের মোকছেদ মন্ডলের ছেলে।

আহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো রাতে খাওয়া-দাওয়া শেষে শনিবার দিবাগত রাতে গরুকে মশার হাত থেকে রক্ষা করতে মশা তাড়ানোর জন্য গোয়াল ঘরে কয়েল জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল তার পরিবারের সবাই। আনুমানিক ভোর ৪টার দিকে কয়েল থেকে গোয়াল ঘরে আগুন লাগে। গোয়াল ঘরের সাথে সংলগ্ন ঘরেই বসবাস করতেন সামাদুল।

আগুনের তাপে জেগে ওঠে গরুর মালিক। আগুনে পুড়ে যেতে দেখে গরু গুলোকে বাঁচাতে আগুনের ভেতরে ঝাঁপিয়ে পড়েন মালিক সামাদুল। কিন্তু একটি গরুকেও উদ্ধার করতে পারেননি তিনি। তিনটি গরুই আগুনে পুড়ে মারা যায়। ঝলসে যায় তার শরীর। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আগুনে ঝলসে গিয়ে সামাদুল গুরুত্বর আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সামাদুলের অবস্থা গুরুতর হওয়ায় জরুরি বিভাগের ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করেন।

সামাদুলের স্ত্রী সাহিনা আক্তার কাঁদতে কাঁদতে বলেন, আমার স্বামী মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করেন। আমাদের নিজেস্ব কোন জমি-জমা নেই। আমার স্বামী মানুষের কাজ করেই আমাদের খাওয়াই। আমাদের সম্পদ বলতে তেমন কিছুই নেই । খুব কষ্ট করে খেয়ে না খেয়ে কিনে ছিলাম গরু।

আমাদের সম্পদ বলতে ছিলো শুধু এই তিনটি গরু সেই গরুগুলোও গতকাল আগুনে পুড়ে মারা গেছে। আবার গরুগুলোকে বাঁচাতে গিয়ে আমার স্বামীর পুরো শরীর আগুনে ঝলসে গেছে। আমি এখন কি করবো আমার স্বামীকে কি ভাবে বাঁচাবো, সন্তানদের নিয়ে কি খাবো আমি কিছু ভেবে পাচ্ছি না।

সেনপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুর রহমনসহ বেশ কিছু লোক জানায়, হঠাৎ ভোর ৪টার দিকে আমরা সামাদুলের চিৎকার শুনতে পেয়ে ছুটে এসে দেখি গোয়াল ঘরটি আগুনে জ্বলছে দেখতে পেয়ে আমরা সবাই মিলে পানি দিয়ে আগুন টি নিভিয়ে ফেলে গোয়াল ঘরের ভিতর থেকে সামাদুলকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তার শরিরের প্রায় ৬০ শতাংশ পুড়েগেছে বলেন তারা। বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, খবরটি খুবই হৃদয়বিদারক। সরকারিভাবে যতোটুকু ঐ পরিবারের জন্য করতি পারি তা আমি করবো।