ঢাকা | ফেব্রুয়ারী ২৪, ২০২৫ - ১:৪৮ পূর্বাহ্ন

বজ্রপাতে নাটোরে বৃদ্ধ, বগুড়ায় কৃষক নিহত

  • আপডেট: Sunday, February 23, 2025 - 8:00 pm

নাটোর ও বগুড়া প্রতিনিধি: পৃথক ঘটনায় বজ্রপাতে নাটোরে বৃদ্ধ ও বগুড়ায় কৃষক নিহত হয়েছেন। নাটোর প্রতিনিধি জানান, নাটোরের বাগাতিপাড়ায় বজ্রপাতে আজব আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় আলিফ নামে এক কিশোর আহত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার নন্দীকুজা কান্দিপাড়া এবং সলইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, নন্দীকুজা কান্দিপাড়া গ্রামের আজব আলী (৭০) নিজ বাড়ির আঙিনায় বজ্রপাতে মারা যান। আজব আলী ওই গ্রামের আকালী প্রামাণিকের ছেলে। তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। সেসময় আজব আলী বাড়িতে ঢুকছিলেন। হঠাৎ বজ্রপাতে আজব আলী মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এদিকে একইদিনে বজ্রপাতে সলইপিাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে আলিফ (১৫) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে।

তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রিতা হালদার জানান, আজব আলীকে হাসপাতালে আনা হয়নি। তবে কিশোর আরাফাত হাসপাতালে ভর্তি রয়েছে।

বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার কাহালুতে বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। রোববার সকালে উপজেলার পাইকড় ইউনিয়নের যোগীরভবন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মোহাম্মাদ আকন্দ (৫৫) গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের সিকিনী গ্রামের মৃত বুল আকন্দের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মাদ আকন্দ গত শনিবার যোগীরভবন গ্রামের কৃষক তোফাজ্জল বারীর জমিতে বোরো ধান রোপণের কাজ নেন। স্থানীয়রা জানান, রোববার সকাল থেকেই আকাশে মেঘের গর্জনে হালকা বৃষ্টিপাত শুরু হয়। তখন মোহাম্মাদ বীজতলা থেকে চারা ওঠানোর সময় হঠাৎ করে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।