ঢাকা | মে ১৫, ২০২৫ - ৫:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

নাটোরে বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানো নিয়ে মারামারি, নিহত ১

  • আপডেট: Sunday, February 23, 2025 - 8:15 pm

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে বাগবিতণ্ডার জেরে হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়া এলাকার মানিকপুর গ্রামে হওয়া এ ঘটনায় হামলায় এক ব্যক্তি মারা গেছে। নিহত ব্যক্তির নাম কামাল ব্যাপারী (৪৫)। তিনি ওই গ্রামের মৃত ইসমাইল ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকপুর গ্রামের কামাল ব্যাপারীর ভাতিজা সুমন ব্যাপারীর বিয়ের আয়োজন চলছিল। বিয়ে উপলক্ষে বাড়িতে গান বাজানো হচ্ছিল। এ সময় প্রতিবেশী সামসুল ব্যাপারী, শাহজাহান ব্যাপারী ও শাহাদত ব্যাপারী বিয়ে বাড়িতে এসে গান বাজানোকে কেন্দ্র করে হৈ চৈ শুরু করেন। এ সময় কামাল ব্যাপারীর সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে ওই তিনজন কামাল ব্যাপারীর ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS