ঢাকা | ফেব্রুয়ারী ২৪, ২০২৫ - ১:৪৮ পূর্বাহ্ন

দুর্গাপুরে জমি নিয়ে বিরোধে নারী নিহত, ১৫ জন গ্রেপ্তার

  • আপডেট: Sunday, February 23, 2025 - 7:19 pm

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে জমিজমা সংক্রান্তের বিরোধের জের ধরে উভয় পক্ষের মারপিটের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার রাতে দুর্গাপুর থানায় এ মামলা দুটি দায়ের করা হয়।

এ মামলায় নারিসহ ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গ্রেপ্তারকৃতের গতকাল রোববার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার দুর্গাপুর উপজেলার তিওরকুড়ি গ্রামে জমি সংক্রান্তের বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে। এতে ফেরদৌসি বেগম (৫০) নামের একজন নারী নিহত হয়। এছাড়াও উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল জব্বার বাদি হয়ে থানায় ১৭ জন নামিয় ও ১৫ জন অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ রাতে অভিযান চালিয়ে হত্যা মামলার ১৩ জন আসামি গ্রেপ্তার করেন। এদিকে ওপর পক্ষ হত্যা চেষ্টার অভিযোগ এনে মামুনুর রশিদ নামে এক ব্যক্তি থানায় হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা করেন। এ মামলায় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, জমিজমা সংক্রান্তের বিরোধের জের ধরে উভয় পক্ষের মারপিটের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ মামলায় ১৫ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামি ধরতে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।