ঢাকা | ফেব্রুয়ারী ২৪, ২০২৫ - ৫:৪৩ পূর্বাহ্ন

চাঁপাইয়ে আজহারীর মাহফিলে চুরি, ৮ নারী আটক

  • আপডেট: Sunday, February 23, 2025 - 8:22 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে স্বর্ণালংকার চুরির অভিযোগে আট নারীকে আটক করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের পাশের তাফসির মাহফিল মাঠের আশপাশ থেকে তাদের আটক করা হয়। তবে আটকদের নাম-ঠিকানা জানা যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রইস উদ্দীন রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। সদর উপজেলার লালাপাড়ার একটি আম বাগানে এ তাফসির মাহফিলের আয়োজন করা হয়।এ মাহফিলের আয়োজন করে জাবালুন নুর ফাউন্ডেশন। এতে কয়েক লাখ মানুষের সমাগম হয়। পাবনা থেকে তাফসির শুনতে এসেছিলেন নাজমা বেগম। তিনি বলেন, আমি বসে বয়ান শুনছিলাম। এসময় ৮-১০ নারী হঠাৎ আমার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ে। উঠে দেখি আমার গলার ১ ভরি ওজনের স্বর্ণালংকার নেই।

ওসি মো. রইস উদ্দীন বলেন, মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে নারীদের বসার স্থান থেকে ৮ নারীকে আটক করা হয়েছে। এরা নারীদের গহনা চুরি ও চুরির চেষ্টা করছিলেন। মাহফিলের স্বেচ্ছাসেবকরা ওই নারীদের ধরে পুলিশের কাছে সোপর্দ করে। এদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নয়। বিভিন্ন জেলা থেকে তাফসির মাহফিলে এসেছিলেন তারা।

এছাড়া বাইসাইকেলে লোহার রড বহনের দায়ে আরও এক কিশোরকে ধরে পুলিশে দেয় স্বেচ্ছাসেবকরা। ওসি বলেন, রাত সাড়ে ৮ টা পর্যন্ত আটকদের বিরুদ্ধে কেউ থানায় মামলা বা অভিযোগ দাখিল করেনি। মামলা বা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও ৫১টি মোবাইল খোয়া যাওয়ায় ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১৩ চুরির অভিযোগ পড়েছে।