ঢাকা | মে ১৫, ২০২৫ - ৬:৩৯ অপরাহ্ন

বাঘায় কোরআন মাহফিল বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • আপডেট: Saturday, February 22, 2025 - 7:06 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আসর শাহদৌলা সরকারি কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মাহফিল কমিটির সভাপতি কামরুল হাসান-এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন- বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন নুহু, সাবেক আমির বাঘা পৌরসভা প্রভাষক সাইফুল ইসলাম, বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।

আরও উপস্থিত ছিলেন, ইলিয়াস কবীর, আইয়ুব আলী, আব্দুর রাজ্জাক, আব্বাস আলী, ওহিদুর রহমান, রুবেল হোসেন, আব্দুল মান্নাফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাবেক শিবির সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ। সভায় আগামী ২৩-২৪ ফেব্রুয়ারি তাফসিরুল কোরআন মাহফিল ও ২৫ ফেব্রুয়ারি সাস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে দিক নিদের্শনা দেয়া হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS