ঢাকা | মে ১৫, ২০২৫ - ৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী নগরীতে পিকনিক বাসে ট্রাকের ধাক্কা, রক্ষা পেল অর্ধশত শিক্ষার্থী

  • আপডেট: Thursday, February 20, 2025 - 9:49 pm

স্টাফ রিপোর্টার: নগরীতে শিক্ষার্থীদের পিকনিক বাসকে ধাক্কা দিয়েছে ট্রাক। এ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছে অর্ধশত শিক্ষার্থী। তবে ট্রাকের চালক. সুইট (২৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজশাহী নগরীর বুধপাড়া নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ট্রাকচালক সুইটের বাড়ি নগরীর বারোরাস্তা বাচ্চুর মোড়ে। স্থানীয়রা জানান, সকালে রাজশাহী নগরীর শিরোইল এলাকার গোল্ডেন টাচ্ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে তিনটি বাস নাটোরের লালপুরের গ্রীন ভ্যালি পার্কে যাচ্ছিল।

পথে বুধপাড়ার নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় পেছন থেকে একটি বালুবাহী ট্রাক একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসের পেছনের অংশ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ওভারটেক করার সময় বাসের পেছনে ধাক্কা দেয় ট্রাকটি। ভেতরে ট্রাকের চালক আটকে ছিলেন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। আর শিক্ষার্থীদের অন্য বাসে পিকনিকে পাঠানো হয়।

অতঙ্কিত কয়েকজন শিক্ষার্থী জানায়, ট্রাকটি বাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় বাসে ঝাঁকুনি লাগে। এতে বাসের ভেতরে থাকা শিশু শিক্ষার্থীরা চিৎকার দিয়ে ওঠে। পরে বাস থামলে শিক্ষার্থীরা দ্রুত নেমে পড়ে।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মালেক বলেন, দুর্ঘটনা ঘটনায় ট্রাক চালক আহত হয়েছেন। এছাড়া গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বাস মালিক ঘটনাস্থলে গিয়ে ট্রাক মালিকের সাথে সমঝোতা করে নিয়েছেন। থানায় কোনো অভিযোগ করেননি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS