ঢাকা | মে ১৬, ২০২৫ - ৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম

বাগাতিপাড়ায় বড়ালে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট: Thursday, February 20, 2025 - 7:35 pm

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীর পানিতে ডুবে রাফি নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় বড়াল নদীর পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়। নিহত শিশু রাফি ওই এলাকার মিজানুর রহমান মিজানের ছেলে ও ভ্যানচালক ইয়াদ আলির নাতি।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত রাফির বাবা-মা ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করার সুবাদে সেখানেই থাকেন। আর শিশু রাফি তার নানা-নানীর কাছেই থাকতো।

গত শনিবার বেলা ১২টার দিকে তার নানী নদীর ধারে খড়ি কুড়াতে গেলে রাফি তার মামাতো ভাই সাড়ে ৩ বছর বয়সী সাপাহান আলীর সাথে নানীর কাছে যায়।

এসময় নদীর পানিতে ভাসমান একটি মরা হাঁস ধরার জন্য উভয়ই শিশুই পানিতে নেমে ডুবে যায়।

এসময় শিশু সাপাহান আলী পানি থেকে উঠতে সক্ষম হলেও শিশু রাফি মারা যায়। সেই সময় রাফির নানীর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে রাফিকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।

জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। শিশু রাফির মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাফির বাবা-মা-ঢাকা থেকে এলেই তার দাফন সম্পূর্ন করা হবে বলেও জানান তিনি।

Hi-performance fast WordPress hosting by FireVPS