ঢাকা | মে ১৬, ২০২৫ - ৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম

পাবনায় যুবকের দুই কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট: Thursday, February 20, 2025 - 7:10 pm

পাবনা প্রতিনিধি: পাবনা সাঁথিয়া উপজেলার আশরাফুল ইসলাম ( ৩২) নামের এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুরে সাঁথিয়া উপজেলা সদরের টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে এ ঘটনাটি ঘটে। আশরাফুল ইসলাম সাঁথিয়া কলেজ পাড়ার নুর ইসলামের ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মারামারিসহ নয়টি মামলা রয়েছে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে দাঁড়িয়েছিল আশরাফুল। এসময় কয়েকজন যুবক এসে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালিয়ে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওসি আরও জানান আশরাফুলের নামে নয়টি মামলা রয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলের পাশ থেকে তার বিচ্ছিন্ন ডান হাতের কব্জিটি উদ্ধার করা হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS