ঢাকা | মে ১৫, ২০২৫ - ১০:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরে মন্দির পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার

  • আপডেট: Thursday, February 20, 2025 - 9:06 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালীমাতা মন্দির পরিদর্শন করেছেন রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার বুধপাড়ায় মন্দিরটি পরিদর্শন শেষে তিনি সন্তুষ্টি প্রকাশ করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরিদর্শন বইয়ে মনোজ কুমার লেখেন, ‘এটা ছিল খুবই আনন্দদায়ক কাকতালীয় ঘটনা যে, সৌভাগ্যক্রমে মা কালীর আশীর্বাদে অত্যন্ত সুন্দর ও আশীর্বাদপূর্ণ কালীমাতা মন্দিরটি পরিদর্শন করতে পেরেছি।

কালীমাতা মন্দিরটি নাটোরের লালপুরের গ্রিনভ্যালি পার্কের নিকট অবস্থিত। পরে তিনি শ্রী শ্রী কালীমাতা মন্দির ও গোবিন্দ বিগ্রহ কমিটি কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় তিনি সনাতন ধর্মাবলীদের খোঁজ খবর নেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মন্দির কমিটির সহ-সভাপতি ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার বলেন, ভারতের সহকারি হাই কমিশনার মনোজ কুমার নাটোরের গুরুদাসপুর থেকে ফেরার পথে হঠাৎ করে এই মন্দিরটি পরিদর্শন করেন।

এ সময় তিনি মন্দিরের সার্বিক উন্নতিকল্পে সহযোগিতা করার আশ্বাস দেন। পরিদর্শনকালে মন্দিরের সহ-সভাপতি গনেশ চন্দ্র দাশ, নিরীক্ষণ সম্পাদক আশীষ কুমার সুইট, মন্দির সেবায়েত সনাতন প্রভুসহ সনাতন ধর্মাবলীরা উপস্থিত ছিলেন। এ সময় নাটোর জেলা ও লালপুর থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় সার্বিক সহযোগিতা করেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS