ঢাকা | ফেব্রুয়ারী ২২, ২০২৫ - ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একুশে বইমেলা শুরু

  • আপডেট: Thursday, February 20, 2025 - 9:32 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।

আজ বেলা ১২টায় শহিদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এই বইমেলা উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতিসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলা উদ্বোধনের পর উপাচার্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও সেখান থেকে কিছু বই কেনেন। এছাড়া তিনি দুটো গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

প্রসঙ্গত, এই বইমেলায় অর্ধশতাধিক স্থানীয় ও ঢাকাস্থ প্রকাশক ও বই বিপণন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও অনুষদ এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বইমেলায় আরো রয়েছে লেখক-পাঠক আড্ডা, জুলাই স্মৃতি কর্ণার, মুক্তমঞ্চ ইত্যাদি।