ঢাকা | ফেব্রুয়ারী ২২, ২০২৫ - ২:২২ পূর্বাহ্ন

শিরোনাম

নিয়ামতপুরে ভ্যানের সাথে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল প্রতিবন্ধী নারীর

  • আপডেট: Thursday, February 20, 2025 - 8:00 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শাহিদা বেগম (৪২) নামের এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাবিচা ইউনিয়নের বাদ-মালঞ্চী এলাকায়।

শাহিদা বেগম মান্দা উপজেলার ঘাটখৈর এলাকার মৃত জসিম উদদীনের মেয়ে। তার এক ছেলে সন্তানও প্রতিবন্ধী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবন্ধী ওই মহিলা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। স্বামী পরিত্যক্তা ওই নারী কাউকে কোন কিছু না জানিয়ে নিজের মতো করে ঘুরে বেড়াতেন।

বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে তিনি ভ্যানযোগে নিয়ামতপুর আসার পথে উপজেলার ভাবিচা ইউনিয়নের বাদ-মালঞ্চী এলাকায় পৌঁছালে ভ্যানের চাকার সাথে ওড়না প্যাঁচ লেগে ছিটকে সড়কে পড়ে অজ্ঞান হয়ে যান।

পরে স্থানীয়রা উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।