রাজশাহীতে শাপলার উদ্যোগে আলকাপ প্রকল্পের ইনসেপশন সেমিনার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন এর আর্থিক ও কৌশলগত সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় রাজশাহী পোস্টাল একাডেমি মিলনায়তনে Saving Alkap, an intangible cultural heritage of Bangladesh বিষয়ক ইনসেপশন সেমিনার এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, এনডিসি, (অতিরিক্ত সচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মুহাম্ম্দ শাহজাহান বিপিএম (বার), পিএইচডি, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) এর ডেপুটি সেক্রেটারী জেনারেল জুবাইদা মান্নান এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার তাজউদ্দিন।
স্বাগত বক্তা হিসেবে ছিলেন- শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। সভাপতি হিসেবে ছিলেন রাজশাহী জেলার এডিসি (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।
পবিত্র কোরআন তেলওয়াত, গীত পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। এরপর প্রকল্প সম্পর্কে সকলের সামনে একটি উপস্থাপনা হয়। উপস্থাপনে বৃহত্তর রাজশাহীর বিলুপ্ত প্রায় লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি আলকাপ বিষয় এর সমস্যা ও সম্ভাবনা সকলের সামনে তুলে ধরা হয়। উপস্থাপন শেষে অংশগ্রহণকারীদের কাছ থেকে আমাদের করণীয় সম্পর্কে মতামত গ্রহণ করা হয়। সবশেষে লুৎফর সরকারের নেতৃত্বে একটি চমৎকার লাইভ আলকাব সংক্ষিপ্ত আকারে সকলের সামনে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী এবং অতিথিবৃন্দ ইউস্কো ও শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার যৌথ এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং শাপলা ও ইউনেস্কো এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। অনুষ্ঠানে শিক্ষক, গবেষক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আলকাপ প্রাকটিশনার, অতিথি, সিভিল সোসাইটির প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ও শাপলা এর বিভিন্ন পর্যায়ের স্টাফ উপস্থিত ছিলেন।