ঢাকা | মে ১৬, ২০২৫ - ৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

সাংবাদিক মাসুমা আর নেই: চিরনিদ্রায় শায়িত হলেন নাটোরের নিজ গ্রামে

  • আপডেট: Tuesday, February 18, 2025 - 10:06 pm

স্টাফ রিপোর্টার: সাংবাদিক মাসুমা ইসলাম আর নেই। নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাসুমা ইসলাম এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো অফিসের রিপোর্টার ছিলেন। তার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার নারায়ণপুর গ্রামে। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে তিনিই ছিলেন একমাত্র মেয়ে।

মাসুমা পড়াশোনা করেছেন রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগে। শিক্ষাজীবন থেকেই তার সাংবাদিকতার শুরু, পরে এটিকেই পেশা হিসেবে নেন।

২০২৩ সালের শেষের দিকে তিনি বিয়ে করেন। রাজশাহীতে স্বামীর সঙ্গেই থাকতেন। অফিস থেকে ছুটি নিয়ে গেল ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় স্বামীসহ বেড়াতে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরজাহান হোটেলের উল্টোদিকে বাস থেকে নেমে সিএনজি ঠিক করার সময় দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার চালক ও মাসুমা ইসলাম ও তার স্বামী সৈকত গুরুতর আহত হন। প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

চিকিৎসায় উন্নতি না হলে তাকে নারায়নগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মাসুমা ইসলাম না ফেরার দেশে পাড়ি জমান।

এখন টিভির রাজশাহী ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাজিব জানান, মাসুমার মরদেহ রাজধানীর বাবর রোডে মারকাজুল ইসলামে নিয়ে যাওয়া হয। সেখানে গোসল শেষে সাড়ে ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নাটোরের গুরুদাসপুরের নিজ গ্রাম নারায়নপুরে নিয়ে যাওয়া হয়।

এদিকে সোনালী সংবাদের গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার নারায়নপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। এর আগে মাসুমার মরদেহ ঢাকা থেকে নিজ জন্মভূমি বাবার বাড়িতে পৌঁছলে তাকে একনজর দেখতে হাজার হাজার মানুষ ভিড় করতে থাকে। বাবা-মা ও আত্মীয়-স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। তার কর্মস্থল রাজশাহী থেকেও সহকর্মীরা নারায়নপুরে গিয়ে জানাজায় অংশ নেন।

বিভিন্ন মহলের শোক:

আরটিজেএ
এখন টিভির রাজশাহী ব্যুরোর প্রতিনিধি মাসুমা ইসলামের মৃত্যুতে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন আরটিজেএ এর নির্বাহী কমিটি গভীর শোক জানিয়েছেন। আর পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি মাসুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের প্রতি দোয়ার আবেদন করা হয়েছে আরটিজেএ এর পক্ষ থেকে। আরটিজেএ সভাপতি মেহেদী হাসান শ্যামল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, “মাসুমা আক্তারের মৃত্যু দেশে মফস্বলের নারী সাংবাদিকতায় অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। আর টিভি সাংবাদিকতায় রাজশাহী হারালো এক উজ্জ্বল নক্ষত্র”।

সিটি প্রেসক্লাব
সাংবাদিক মাসুমা ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী সিটি প্রেসক্লাব। সংগঠনের সভাপতি রফিক আলম ও সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। সেইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মেট্রোপলিটন প্রেসক্লাব
এখন টিভির রাজশাহী ব্যুরোর প্রতিনিধি মাসুমা ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাব। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। সেইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিপিজেএ
এখন টিভির সাংবাদিক মাসুমা ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখা। মঙ্গলবার সকালে এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা এবং সাধারণ সম্পাদক সামাদ খান। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসস্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরসিআরইউ
সাংবাদিক মাসুমা ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী কলেজ রিপোটার্স ইউনিটি (আরসিআরইউ)। মঙ্গলবার সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি আবু সাঈদ রনি ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।

নিরাপদ সড়ক চাই
এখন টিভির রাজশাহী ব্যুরোর সাংবাদিক মাসুমা ইসলামের মৃত্যুতে নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখা শোক জানিয়েছে। সংগঠনের উপদেষ্টা ওয়ালিউর রহমান বাবু, সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন, সহ-সাধারণ সম্পাদক প্রকৌ. আরিফুল ইসলাম আরিফ ও সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আক্তার আবিদ এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS