ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ৫:৩৬ পূর্বাহ্ন

চাঁপাইয়ে খেয়াঘাট পারাপারে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • আপডেট: Monday, February 17, 2025 - 7:45 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে খেয়াঘাট পারাপারে বর্ধিত ভাড়া প্রত্যাহার ও পূর্বের ভাড়া বহাল রাখা এবং শিক্ষার্থীদের বিনা ভাড়ায় যাতায়াতের দাবিতে মানববন্ধন কর্মসূচি হয়েছে।

সোমবার দুপুরে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ি ঘাটে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর, গোহালবাড়ী, দূর্গাপুর, শিমুলতলা ও রামজীবনপুর গ্রামের কয়েক হাজার বাসিন্দা দৈনন্দিন জীবিকা নির্বাহ ও প্রয়োজনীয় কাজের জন্য গোহালবাড়ী খালঘাট খেয়াঘাট ব্যবহার করেন। এছাড়াও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৫ গ্রামের কয়েক শত শিক্ষার্থী এই খেয়াঘাট পার হয়ে দিনে কয়েকবার শহরে যাতায়াত করে।

এই ঘাট ব্যবহারে প্রতিবার ২ টাকা হারে যাতায়াত ভাড়া দেয়া লাগলেও বিগত আওয়ামী সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে দেয়া টেন্ডারে খেয়া পারাপারের ২ টাকা থেকে ভাড়া বৃদ্ধি করে ৫ টাকা করা হয়, যা শিক্ষার্থীতো বটেই সাধারণ জনগণের জন্যও কষ্টসাধ্য। আর তাই নতুন বছরে খেয়াঘাট টেন্ডারের ডাক হওয়ার আগেই সাধারণ ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর খেয়া পারাপারের কথা বিবেচনা করে গোহালবাড়ী-খালঘাট খেয়াঘাটের পূর্বের ২ টাকা ভাড়া পুনর্বহালের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

মানববন্ধন শেষে গোহালবাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে আগের ভাড়া নির্ধারণের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেয়া হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জাবালুন নুর আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার সহকারী শিক্ষক ও বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় ইদগাহ জামে মসজিদের খতিব আব্দুল্লাহ, ইউপি সদস্য মেহেদী হাসান, শিক্ষার্থী নাফিসা খাতুন, স্থানীয় বাসিন্দা তফিজুল ইসলাম, আলহাজ্ব আব্দুল মালেকসহ অন্যান্যরা।