ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ২:৫৮ অপরাহ্ন

পাঁচদফা দাবিতে পাউবো ঠিকাদারদের মানববন্ধন

  • আপডেট: Monday, February 17, 2025 - 7:06 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কিছু ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির তদন্তসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ঠিকাদাররা।

সোমবার বেলা ১২ টায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতি সফিউল আলম বুলুর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি খন্দকার হাসান কবির, সহ-সভাপতি আলী আজম, শাকিলুর রহমান শাকিল, জিয়া উদ্দিন আহম্মেদ জিয়া ও খাজা তারেক সিজার, সাধারণ সম্পাদক শাহীন ইকবাল, সহ-সাধারণ সম্পাদক রহিম রেজা রানা ও শরিফুল ইসলাম বাবু।

উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মইনুল হক হারু, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ, অর্থ সম্পাদক সোহেল রানা দিপু, ত্রাণ ও পুনর্বাসান বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, আইন বিষয়ক সম্পাদক নূরে আলম সিদ্দিক মমিন, সহ-আইন বিষয়ক সম্পাদক কাজী ছোটন, প্রচার সম্পাদক আসলাম উদ্দীন, সহ-প্রচার সম্পাদক পলাশ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সেলিম রেজা রাজু, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু জাফর আলমঙ্গীর বাবু, দপ্তর ও তথ্য সম্পাদক শেখ আবু জাফর টুটু, সহ-দপ্তর ও তথ্য সম্পাদক রাকিব হাসানসহ সকল সদস্যসহ সাধারণ ঠিকাদাররা।

মানববন্ধন থেকে ঠিকাদাররা দাবি করেন, মেসার্স আমিন অ্যান্ড কোং প্রোপাইটার রুহুল আমিনের বিরুদ্ধে দুর্নীতির নিরপেক্ষ তদন্ত করে, বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে এই ঠিকদার প্রতিষ্ঠানকে বহিষ্কার করতে হবে। সাবেক মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটন ও তার ফুপাতো ভাই হাবিবুল্লহ মোহাম্মদ ডলার ও সেলিম রেজাদের দুনীতির তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রাজশাহী সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড, বিসিক, বিকেএসপি, হাউজিং প্রতিষ্ঠানে প্রকল্পের নিরীক্ষা করতে হবে। ছাত্র আন্দোলনে দমন-পীড়নে অর্থায়নের ঘটনার দায়ীদের বিচারের আওতায় আনতে হবে ও ভবিষ্যতে কোনো অনিয়ম যাতে না হয়, সেজন্য একটি স্বতন্ত্র পর্যবেক্ষণ কমিটি গঠন করতে হবে। এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া দাবি জানিয়েছেন ঠিকাদাররা। আর তা না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুশিয়ারি দেন ঠিকাদার সমিতির নেতারা।