ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ৪:০৩ অপরাহ্ন

নিয়ামতপুরে ছাত্রদল নেতার হাত-পাঁ ভেঙে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট: Monday, February 17, 2025 - 7:10 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে ছাত্রদল নেতা অনিক মাহমুদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ছাত্রদল। সোমবার দুপুরে নিয়ামতপুর উপজেলা ছাত্রদল ও নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের ব্যানারে বিএনপি কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় আধাঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মুনজুর রহমান, নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ, নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দীন গাজী, সদস্য সচীব আনজুম হোসেন পাভেল প্রমুখ।

বক্তারা বলেন, রোববার দিবাগত রাতে ছাত্রনেতা অনিকের ওপর আকস্মিক হামলা চালিয়ে হাত পা ভেঙে পথে ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অনিক উপজেলার ভাবিচা ইউনিয়নের সালালপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সোমবার দুপুরে অনিকের বাবা আব্দুস সাত্তার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।