পাবনায় বন্ধ সিএনজি পাম্প চালুর দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর দাশুরিয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আকিজ ফিলিং স্টেশন (সিএনজি পাম্প) চালুর দাবিতে মানববন্ধন করেছে থ্রি হুইলার অটোরিকশা চালকেরা।
রোববার দুপুরে দাশুরিয়া আকিজ ফিলিং স্টেশনের সামনে সিএনজি চালিত গাড়ির চালকদের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গত ১১ মাস ধরে এই পাম্প থেকে সিএনজি না পাওয়ায় দুর্বিষহ জীবন যাপন করছেন গাড়ি চালকরা।
অন্য পাম্প থেকে দীর্ঘ সময় ধরে গাড়িতে সিএনজি নিয়ে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। সময়মতো সিএনজি না পাওয়ায় আয় কমে গেছে। তাই অবিলম্বে সিএনজি পাম্প চালুর জন্য আকিজ ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।