ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ৩:০০ অপরাহ্ন

দলীয় নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

  • আপডেট: Sunday, February 16, 2025 - 7:59 pm

স্টাফ রিপোর্টার: গত ৩ ফেব্রুয়ারি পবা উপজেলা চত্বরে টেন্ডার বাক্স ছিনতাই হওয়ার ঘটনায় বিএনপি যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের হয়রানিমূলকভাবে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শাহমখদুম থানা যুবদলের (সাবেক) যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান রন।

সংবাদ সম্মেলনে যুবদল নেতা শাকিলুর রহমান রন অভিযোগ করেন, গত ৩ ফেব্রুয়ারি সকালে দরপত্র জমা জন্য তিনি দলের কিছু নেতাকর্মী নিয়ে দোতলায় টেন্ডার ফেলার জন্য গেলে তাদের বাধা প্রদান করে। তারা বাধা উপেক্ষা করে বাক্সে দরপত্র জমা দিয়ে নিচে গিয়ে দাঁড়ান। এর কিছুক্ষণ পরে কে-বা কারা বাক্স উপরে থেকে ফেলে দেয়। এতে বিকট শব্দ হয়। এরপর দুবৃর্ত্তরা দরপত্রের বাক্স ভাঙচুর করে। সেই সাথে বোমা ফোটানো হয়। এসময় বাক্স ভাঙচুর ও টেন্ডার ছিনতাই করে নিয়ে যেতে নিষেধ করতে থাকলে এক পর্যায়ে অপরিচিত একজন তার পেটে ছুরিকাঘাত করে।

এরপর হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাড়িতেই চিকিৎসাধীন আছেন। গতকাল রোববার বাড়িতে সংবাদ সম্মেলন করে দাবি করেছেন, ঘটনার দিন তার সাথে থাকা যুবদল ও ছাত্রদলসহ বিএনপি অঙ্গ সংগঠনের রোকন, মুন্না, নাইম, আশিক, পলাশ, সুমন, খালেদ সাইফুল, বেলাল, রাজেস, সবুজ ও হোহেলসহ আরো বেশকিছু নেতৃবৃন্দ কোন ধরনের অপরাধ করেনি। তারা তার সাথে দরপত্র জমা দেয়ার জন্য গিয়েছিলেন। অথচ সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঐ সময়ে যারা নিরবে দূরে দাঁড়িয়ে ছিলেন তাদের বাড়িতেই পুলিশসহ যৌথবাহিনী অভিযান চালাচ্ছে। ভীতি সৃষ্টি করছেন। এতে করে প্রকৃত আসামিরা ধরাছোঁয়ার বাহিরে চলে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একতরফাভাবে না আটক করে সিসি ফুটেজ দেখে প্রকৃত দোষিদের আইনের আওতায় নিয়ে শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এসময় রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।