ঢাকা | ফেব্রুয়ারী ২২, ২০২৫ - ২:৫৪ অপরাহ্ন

শিরোনাম

শিবগঞ্জে গ্রাম আদালত শীর্ষক কমিউনিটির সঙ্গে মতবিনিময়

  • আপডেট: Sunday, February 16, 2025 - 7:32 pm

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রাম আদালত বিষয়ে কমিউনিটির বিভিন্ন স্তরের সুধীজনদের সাথে মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সমন্বয়কারী আমিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মালেক, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ইসারুল ইসলাম, ইউপি সদস্য অলিউর রহমান, সংরক্ষিত নারী ইউপি সদস্য আয়েশা বিবি ও রোসনারা বেগমসহ অন্যরা।

এ সময় স্থানীয় ইমাম, শিক্ষক, যুব সমাজ, উদ্যোক্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অল্প সময়ের স্বল্প খরচে সঠিক বিচার পেতে গ্রাম আদালতের বিকল্প নেই। এছাড়াও ফৌজদারী ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। পরে গ্রাম আদালতের যে গুরুত্ব রয়েছে তার ওপর ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।