ঢাকা | মে ১৩, ২০২৫ - ২:৪৩ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে সড়ক অবরোধ

  • আপডেট: Sunday, February 16, 2025 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা ও মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

রোববার সদ্য ঘোষিত কমিটি নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে নগরীর তালাইমারী মোড়ে সড়ক অবরোধ করেন। তারা প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুইপাশে যানজট দেখা দেয়।

তবে জরুরি পরিবহনগুলোকে যেতে দেয়া হয়। সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ‘ভুয়া কমিটি মানি না, মানব না’, ‘পকেট কমিটি বাতিল করো, করতে হবে’সহ নানা স্লোগান দেন।

এ সময় শিক্ষার্থী আবদুর রহিম, আদিব মাহমুদ, শাহাদাত হোসেন, নিসাত তাসনীম, হাফিজ সরকার প্রমুখ বক্তব্য দেন। পরে পুলিশের অনুরোধে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে কমিটি বাতিলের জন্য শনিবার পর্যন্ত সময় বেধে দেন। কমিটি বাতিল না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে তারা রোববার সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থী আবদুর রহিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি তাদের আশ্বাস দিয়েছে।

এছাড়া জনদুর্ভোগ এড়াতে পুলিশ তাদের অবরোধ তুলে নেয়ার অনুরোধ করে। তাই তারা ৪০ মিনিট পর অবরোধ তুলে নিয়েছেন। দ্রুতই কমিটি বাতিল না হলে তারা আবার কর্মসূচি দেবেন।

উল্লেখ্য, ছয় মাসের জন্য গত ৩০ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরদিনই কমিটি প্রত্যাখান করে সংবাদ সম্মেলন করেন কিছু শিক্ষার্থী। এরপর থেকেই তারা ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS