ঢাকা | ফেব্রুয়ারী ২১, ২০২৫ - ৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘায় বিএনপি নেতার ওপর পেট্রোল বোমা নিক্ষেপ!

  • আপডেট: Sunday, February 16, 2025 - 7:06 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম আকস্মিক হামলার শিকার হয়েছেন। হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। জানা যায়, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে দিঘা থেকে ওই বিএনপি নেতা বিশেষ কাজে প্রাইভেট কারে করে বাউসা তথ্য কেন্দ্রে আসচ্ছিলেন।

এমন সময় বাউসা বাজারের পূর্ব পাশে তাকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। প্রাইভেট কারের জানালা বন্ধ থাকায় পেট্রোল বোমা কারের বাইরে বাস্ট হয়। যদিও এতে তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পরে রাত প্রায় ১০টার দিকে বাউসা ইউনিয়নের বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদলসহ সাধারণ জনগণ একত্রিত হয়ে এমন কাজের প্রতিবাদে বাউসা বাজারের বিশেষ-বিশেষ স্থানে প্রতিবাদ মিছিল করেন।

এ বিষয়ে প্রাইভেট কার ড্রাইভার সোহেল রানা বলেন, দিঘা থেকে বাউসা তথ্য কেন্দ্রে চাচ্ছিলাম। বাউসা বাজারের কাছে মাদ্রাসার পাশে পৌছাতেই গাড়ির ওপর কিছু একটা নিক্ষেপ করা হয় এবং তা জ্বলে উঠতে দেখা যায়। পরে গাড়ি থেকে বের হয়ে দেখি কাচ এবং পেট্রোল। সে থেকেই ধারণা করা যাচ্ছে- আমাদের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

তবে আমরা ভালো আছি। বাউসা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেন, বাউসা ইউনিয়ন বিএনপির রেজাউল করিমকে উদ্দেশ্য করেই পেট্রোল বোমাটি নিক্ষেপ করা হয়। আমরা বাউসা ইউনিয়নবাসীর হয়ে কাজ করছি; সেই রাগ বা হিংসা থেকে কেউ বা কাহারা এমন কাজ করতে পারে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বাউসা ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম বলেন, আমার ওপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। বাউসা ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করছি, এটা অনেকেই সহ্য বা সহজভাবে নিতে পারছে না। হিংসার জায়গা থেকে আমার ওপর আকস্মিক হামলা করা হয়েছে। তবে কে বা কারা এমন কাজ করেছে, আমরা সঠিকভাবে তাদের পরিচয় শনাক্ত করতে পারিনি। এ বিষয়ে বাঘা থানার ওসি বলেন, এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।