ঢাকা | ফেব্রুয়ারী ২২, ২০২৫ - ১১:১১ অপরাহ্ন

বাগমারায় ভ্যান চুরির অভিযোগে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন

  • আপডেট: Sunday, February 16, 2025 - 9:45 pm

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যান চুরির অভিযোগে তরুণকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। ওই সময় আশপাশ থেকে আরও কয়েকজন এসে কিলঘুষি মারেন।

নির্যাতন সইতে না পেরে কাঁদছিলেন ওই তরুণ। এমন দৃশ্য ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন কয়েকজন। খবর পেয়ে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে। গতকাল রোববার দুপুরে উপজেলার ভবানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার যুবকের নাম ইকবাল হোসেন (২৬)। তার বাড়ি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামে। সরকারের দেয়া ঘরে বসবাস করে সে। স্থানীয় লোকজনের দাবি, ওই তরুণ মাদকসেবী। তিনি লোকজনের কাছ থেকে টাকা চান। তবে এভাবে নির্যাতন করা ঠিক হয়নি।

গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার বলেন, ইকবাল হোসেন মাদকাসক্ত। এর আগেও তার বিরুদ্ধে চুরির অভিযোগ পেয়েছিলেন। তবে অটোভ্যান চুরি এবং তাকে পিটুনির বিষয়টি তিনি জানেন না।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১টার দিকে ইকবাল হোসেন নামের এক তরুণ হেঁটে উপজেলা ভূমি অফিসের দিকে যাচ্ছিলেন। উপজেলার দাসপাড়া গ্রামের এক ব্যক্তি তার হারিয়ে যাওয়া অটোভ্যান চুরির অভিযোগে ইকবালকে আটক করেন। ভবানীগঞ্জ বাজারে নিয়ে তাকে একটি মিষ্টির দোকানে আটকে রেখে মারধর করে স্বীকারোক্তি নেয়ার চেষ্টা করা হয়।

এ সময় বাজারের লোকজন সেখানে ভিড় করে তারাও মারধরে অংশ নেন। বাজারে ৩০ মিনিট ধরে পিটুনির পর ভিড় এড়াতে ইকবালকে বাজারের আলুহাটায় উন্মুক্ত স্থানে নিয়ে আসেন বিক্ষুব্ধ লোকজন। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, স্ট্রিট লাইটের একটি খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে ওই তরুণকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। কীভাবে অটোভ্যানটি চুরি করা হয়েছে তার স্বীকারোক্তি নেয়ার চেষ্টা করা হচ্ছে। পরে পুলিশের একটি দল এসে বেলা তিনটার দিকে ওই তরুণকে উদ্ধার করে।

দাসপাড়া গ্রামের ওই ভ্যানচালক বলেন, গত শুক্রবার ভবানীগঞ্জ বাজার থেকে তার একটি অটোভ্যান চুরি হয়েছে। ওই দিন ভ্যানের খোঁজ করতে গিয়ে তার হারিয়ে যাওয়া ভ্যানের যাত্রী হিসেবে ইকবাল হোসেনকে দেখেছেন। তবে চোখের আড়াল হওয়ায় আর ধরতে পারেননি। ভবানীগঞ্জ বাজারে এলে তাকে চিনতে পেরেছেন। এর আগে তার আরেকটি অটোভ্যান চুরি হয়েছে। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতেই স্বীকার করে ভ্যান চুরির কথা।

চোর সিন্ডিকেটের হাতে ভ্যানটি তুলে দেয়ার পরে তাকে ২৫০০ টাকা দেয় তারা। তবে তাদের নাম ঠিকানা কিছুই বলতে পারেনি ইকবাল। বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, চেহারায় মিল থাকায় চোর সন্দেহে ধরে ওই তরুণকে মারধর করেছেন বিক্ষুব্ধ লোকজন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে।