ঢাকা | ফেব্রুয়ারী ২২, ২০২৫ - ১১:১৮ অপরাহ্ন

পার্বতীপুর নির্বাহী অফিসারকে হেনস্তা করার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট: Sunday, February 16, 2025 - 7:45 pm

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে উপজেলা নির্বাহী অফিসারকে হুমকি ও হেনস্তার প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলা পরিষদের সকল কর্মচারীবৃন্দ।

রোববার বিকেলে উপজেলা প্রশাসন মূল ফটোকের সামনে পার্বতীপুর উপজেলা পরিষদের কর্মচারীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত কয়েকদিন আগে কিছু দুষ্কৃতিরা পার্বতীপুর নির্বাহী অফিসার ফাতেমা খাতুনকে হেনস্তা করা ও অফিস থেকে বের করে দেয়ার হুমকির প্রতিবাদে নিন্দা ও মানববন্ধন করেন উপজেলা পরিষদের সকল কর্মচারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আইসিটি বিভাগের টেকনিশিয়ান রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী দপ্তরের অফিস সহকারী কুতুবুল আলম কুতুব, মহিলা বিষয়ের কর্মচারী রোকেয়া বেগম, সমাজসেবা দপ্তরের জিকরুল হক প্রমুখ। মানববন্ধনে উপজেলা পরিষদের ত্রিশটি দপ্তরের কর্মচারীরা অংশ নেন। বক্তারা বলেন, উপজেলা প্রশাসনে কর্মকর্তা-কর্মচারী অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন হলে তদন্ত করে আইনি পদক্ষেপ নেয়া যাবে।

কর্মকর্তা নিরাপত্তা, কাজের সুষ্ঠু পরিবেশ, যারা নারী কর্মজীবী রয়েছে, তাদের নিরাপত্তা দিতে হবে। এদিকে পার্বতীপুর প্রেসক্লাবের আয়োজনে শহিদ মিনার চত্বরে একই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদকিরাও এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।