ঢাকা | ফেব্রুয়ারী ২২, ২০২৫ - ২:৫৮ অপরাহ্ন

শিরোনাম

নাটোরে ছেলের মৃত্যুর খবরে জ্ঞান হারালেন বাবা, ২ ঘণ্টা পর মারা গেলেন তিনিও

  • আপডেট: Sunday, February 16, 2025 - 8:19 pm

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে গোলাম রাব্বানীর (৩০) মৃত্যু হয়। এ খবর সইতে না পেরে দুই ঘণ্টা পর তাঁর বাবা ছাবেদ আলীও (৫৮) মারা যান।

গত শনিবার রাতে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে মারা যান রাব্বানী। তাঁর মৃত্যুর খবর শুনে রাত ১২টায় তাঁর বাবা ছাবেদ আলীর মৃত্যু হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলাম মোস্তফা এই তথ্য জানিয়েছেন। মৃত দুজনের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, রাব্বানীরা দুই ভাই। রাব্বানী দীর্ঘদিন ধরে কিডনিজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত সপ্তাহে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

ইউপি সদস্য গোলাম মোস্তফা আরও বলেন, রাব্বানীর মৃত্যুর খবর শুনে বাড়িতে কান্নার রোল পড়ে যায়। এ খবর শুনে তার বাবা ছাবেদ আলীও কান্নায় ভেঙে পড়েন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে রাত ১২টার দিকে তিনিও মারা যান। ছাবেদ আলী দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন।