ঢাকা | ফেব্রুয়ারী ২২, ২০২৫ - ২:৫৬ অপরাহ্ন

শিরোনাম

পাবনায় চাঁদা না দেয়ায় ইউপি চেয়ারম্যানকে পেটানোর অভিযোগ

  • আপডেট: Sunday, February 16, 2025 - 7:22 pm

পাবনা প্রতিনিধি: দাবিকৃত চাঁদা না দেয়ার জের ধরে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

আহত চেয়ারম্যান আকতার হোসেনকে (৪৫) মুমূর্ষু অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকালে সাড়ে ৯টার দিকে বিলচলন ইউনিয়নের চর সেনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

আকতার হোসেন অভিযোগ করেন, ইরি স্কিম নিয়ে এলাকার জাফর সরদার, জিন্নাহ সরদার, মুনজিল হোসেনদের সাথে তার বিরোধ চলছিল। তারা মাঝে মধ্যে চাঁদা দাবি করতো। চাঁদা না দেয়ায় ও স্কিমের অংশ নিতে অস্বীকার করায় তারা চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দেয়।

পরে রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে করে বাজারে যাওয়ার পথে রাস্তায় চেয়ারম্যান আকতার হোসেনের পথ রোধ করে অভিযুক্তরা তাকে এলোপাথারি পিটিয়ে আহত করে পালিয়ে যায়। এ বিষয়ে চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, এখন পর্যন্ত কেই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।