ঢাকা | মে ১৬, ২০২৫ - ৭:৩৪ অপরাহ্ন

শিরোনাম

চাঁপাইয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট: Thursday, February 13, 2025 - 8:10 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রুবিনা আনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তরিকুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষার্থী মোসাব্বের ইসলাম তরু ও মাহমুদুল হাসান তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বাইরুল ইসলাম। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS