ঢাকা | ফেব্রুয়ারী ১৯, ২০২৫ - ১২:১১ অপরাহ্ন

রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদযাপিত

  • আপডেট: Thursday, February 13, 2025 - 7:00 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বেতার দিবস উদযাপিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বেতার ও জলবায়ু পরিবর্তন’।

এ উপলক্ষে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে বেতার প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে শহিদদের স্মরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বেতারকে সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম উল্লেখ করে বলেন, জলবায়ু পরিবর্তনে প্রভাব সম্পর্কে প্রান্তিক মানুষের কাছে খুব সহজে বার্তা পৌঁছে দিচ্ছে বেতার। গভীর সমুদ্রে কোনো ইন্টারনেট বা অন্য কোনো গণমাধ্যম পৌঁছাতে পারে না।

কিন্তু মাছ ধরা জেলেদের বেতার সার্বক্ষণিক তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। কাজেই বেতারের আবেদন কখনো ফুরিয়ে যাবে না। দিনে দিনে প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে বেতারকে আরো আধুনিকায়নের পরামর্শ দেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে গুজব প্রতিরোধে বেতারের গুরুত্ব তুলে ধরেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খন্দকার মো. ফয়সাল আলম।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক জানান, বেতারের জনপ্রিয়তার অন্যতম কারণ এটি পারিবারিক গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তিনি বলেন বেতার এমন কোনো অনুষ্ঠান প্রচার করে না, যা পরিবারের সবাই এক সঙ্গে বসে শুনতে পারেন না। বেতারের প্রধান শক্তিই হলো শ্রোতা।

কাজেই শ্রোতাদের তথ্য ও বিনোদন দিয়ে সচেতনতা সৃষ্টির কাজ করে যাচ্ছে বেতার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সুলতানা পারভীন ও উপ- আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।