ঢাকা | ফেব্রুয়ারী ১৯, ২০২৫ - ১১:৪৬ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে নগরীতে বিক্ষোভ

  • আপডেট: Thursday, February 13, 2025 - 8:59 pm

স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

সদ্য ঘোষিত কমিটি নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন।

এরপর মনিচত্বর, সাহেববাজার ও কুমারপাড়া ঘুরে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হন শিক্ষার্থীরা।

এর আগে মিছিল থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘ভুয়া কমিটি মানি না, মানব না’, ‘পকেট কমিটি বাতিল করো, করতে হবে’সহ নানা ধরনের স্লোগান দেন। পরে সমাবেশে আবদুর রহিম, আদিব মাহমুদ, শাহাদাত হোসেন, মোশাররফ হোসেন ফিরোজ, নিসাত তাসনীম, হাফিজ সরকার প্রমুখ বক্তব্য দেন।

তারা আগামীকাল শনিবারের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবি জানান। তারা বলেন, প্রকৃত বিপ্লবীদের বাদ দিয়ে কমিটি করা হয়েছে। শনিবারের মধ্যে কমিটি বাতিল না হলে রোববার থেকে তারা নগরের তালাইমারি মোড়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

উল্লেখ্য, ছয় মাসের জন্য গত ৩০ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরদিনই কমিটি প্রত্যাখান করে সংবাদ সম্মেলন করেন কিছু শিক্ষার্থীরা। তাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবারও বিক্ষোভ-সমাবেশ হয়।