ঢাকা | ফেব্রুয়ারী ২১, ২০২৫ - ৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

বিএনপির শিবগঞ্জ উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট: Thursday, February 13, 2025 - 6:52 pm

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আশরাফুল হককে আহ্বায়ক ও তোসিকুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।

এর আগে ৯ ফেব্রুয়ারি জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া সাদিকুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মিজানুর রহমান, আবদুল মালেক, খাইরুল ইসলাম, হারুনার রশিদ, আতিকুল ইসলাম জুয়েল, মাসুদ রানা টমাস মাস্টার ও জেম মিয়াকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সদস্য করা হয়েছে ১০ জনকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির শিবগঞ্জ উপজেলা বিগত কমিটির আহ্বায়কসহ ১৩ জন পদত্যাগ করায় ১৫টি ইউনিয়ন পূর্ণাঙ্গ কমিটি ও উপজেলা সম্মেলন করতে ব্যর্থ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে নতুন কমিটি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ১৫টি ইউনিয়ন ও শিবগঞ্জ উপজেলা সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করা হলো। আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব তিনজনের মধ্যে আহ্বায়কসহ যেকোন দুজনের মধ্যে একজন স্বাক্ষর করলে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিতে পারবেন।

এদিকে সফিকুল ইসলামকে আহ্বায়ক ও আলমগীর কবির জুয়েলকে সদস সচিব করে ১১ সদস্য বিশিষ্ট শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ফরিদা পারভিন মেঘলাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাইনুল ইসলাম মুকুল, প্রফেসর আলিম ও ডা. নাহিদুজ্জামান সুমনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সদস্য করা হয়েছে ৫ জনকে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শিবগঞ্জ পৌর কমিটির ৪১ জনের মধ্যে ২৫ জন পদত্যাগ করায় ৯টি ওয়ার্ড ও পৌর সম্মেলন করতে ব্যর্থ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে নতুন কমিটি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১৫ দিনের মধ্যে এই কমিটিকে ৯ টি ওয়ার্ড ও সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হলো।

আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব আহ্বায়কসহ যেকোন দুইজনের মধ্যে একজন স্বাক্ষর করে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি অনুমোদন করতে পারবেন। এ বিষয়ে পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল বলেন, আহ্বায়ক কমিটিতে দলের ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করা হয়েছে।

ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে একের পর এক কর্মসূচি থাকার কারণে কমিটি গঠনে সময় লেগেছে। আশা করি বাকি কমিটিগুলো শীঘ্রই ঘোষণা করা হবে। উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক বলেন, বিগত দিনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তারাই কমিটিতে স্থান পেয়েছেন। ভবিষ্যতে পূর্ণাঙ্গ কমিটি হলে সবাই দলে স্থান পেয়ে যাবেন।