ঢাকা | ফেব্রুয়ারী ১৯, ২০২৫ - ১১:৪৭ পূর্বাহ্ন

‘উপযোগী মানবসম্পদ গড়ে উঠবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে’

  • আপডেট: Thursday, February 13, 2025 - 8:00 pm

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী:

নওগাঁ প্রতিনিধি: পঞ্চম শিল্প বিপ্লবের উপযোগী এআই ও রোবটিক যুগের উপযোগী মানবসম্পদ গড়ে উঠবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এই মন্তব্য করেন।

তিনি আরো বলেন, দ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্যক্রম শুরু না হওয়ায় কিছুটা খারাপ লাগছে নওগাঁবাসীর। নওগাঁর মানুষ অনেক ধৈর্য ধারণ করেছেন। চিন্তার কোন কারন নেই। কৃষি, ইতিহাস ও ঐতিহ্যের এই জেলায় দ্রুত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হবে। দক্ষ মানব সম্পদ তৈরি হবে এই বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাবে বরেন্দ্রভূমি এই জেলা।

বিশেষ অতিথির বক্তব্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. এস এম আব্দুল আওয়াল বলেন, অষ্টম শতাব্দীতে নওগাঁর পাহাড়পুড়ে বিশ্ববিদ্যালয় ছিলো।

কিন্তু আধুনিক যুগে এসেও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হয় নি বিষয়টি দু:খ জনক। নওগাঁর ইতিহাস ও ঐতিহ্যের কথা বিবেচনা করলে আজ থেকে এক হাজার বছর আগে নওগাঁ বিশ্ববিদ্যালয় চালু করা উচিত ছিলো।

তিনি দ্রুত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমি কার্যক্রম চালু করার দাবি জানান। অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাছানাত আলীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এর আগে দুপুর ১২টায় সদর উপজেলা চত্বরে ফেস্টুন উড়িয়ে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করা হয়।