ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ৫:৫০ পূর্বাহ্ন

প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক আলোচনা সভা

  • আপডেট: Wednesday, February 12, 2025 - 9:10 pm

স্টাফ রিপোর্টার: তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে পলিথিন ব্যবহার পরিহার/সিঙ্গেল ইউজ প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতি করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহিনুল হাসান, সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষণ মেহেদীজ্জামান, বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, রাজশাহী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক কবির হোসেন, জুলাই বিল্পবের রাবি সংগঠক রাশেদ রাজন, নীল রতন সরকার ও সাহাদাত হোসেন প্রমুখ।

সভায় পলিথিনের বিকল্প পাটের তৈরি ব্যাগ ও পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের তাগিদা দেয়া হয়।

এদিকে, সরকারি কর্মকর্তা ও স্থানীয়দের সমন্বয়ে জীববৈচিত্র ও বন্যপ্রাণী সংরক্ষন, জলবায়ু পরিবর্তন অভিঘাত ও অভিযোজন ও হ্রাসকরন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।