ঢাকা | মে ১৫, ২০২৫ - ৫:৪৯ অপরাহ্ন

রেশম শিল্প সংশ্লিষ্টদের নিয়ে আইপিডিসি ফাইন্যান্সের মতবিনিময়

  • আপডেট: Wednesday, February 12, 2025 - 9:15 pm

স্টাফ রিপোর্টার: আইপিডিসি ফাইন্যান্স এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে রাজশাহী রেশম শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের অর্থায়ন ত্বরান্বিতকরণে উদ্যোক্তা-ব্যাংকার মতবিনিময় ও ঋণ ম্যাচমেকিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরায় এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক যুগ্ম সচিব আসিফ মান্নান, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি ও দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাজমুল হক ও মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মামুনুর রশিদ ও আইপিডিসি ফাইন্যান্স ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আশিক হোসেন।

রেশম চাষি, উদ্যোক্তা ও রেশম শিল্প মালিকদের নিয়ে করা মতবিনিময় সভায় সকলে রেশমের উন্নয়ন ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সেইসাথে আইপিডিসি ফাইন্যান্স বাংলাদেশ ব্যাংককে সাথে নিয়ে রেশমশিল্প উন্নয়নে আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দেয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS