ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ১২:১৬ পূর্বাহ্ন

নওহাটায় বিশ্বকর্মা ফার্নিচারের কারখানায় আগুন

  • আপডেট: Wednesday, February 12, 2025 - 9:36 pm

স্টাফ রিপোর্টার: বুধবার ভোরে নওহাটা পিল্লাপাড়ায় বিশ্বকর্মা ফার্নিচারের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কারখানার প্রায় অর্ধেক পুড়ে গেছে।

জানা গেছে, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে পিল্লাপাড়ার ওই কারখানার আশপাশের মানুষ জুট মিলে কাজে যাবার সময় দেখে কারখানার পেছনের অংশে আগুন জ্বলছে। তাদের চিৎকারে এলাকার লোকজন এসে আগুন নেভানো শুরু করে। এরই মধ্যে খবর পেয়ে নওহাটা ফায়ার ব্রিগেডের লোকজন এসে আগুন নেভায়।

আগুনে কারখানার মেশিনসহ পেছনের অংশ পুড়ে গেছে। তবে সামনের অংশ রক্ষা পেয়েছে। কারখানার মালিক ক্ষিতিশ চন্দ্র সাহা জানান, কেউ শত্রুতা করে তার কারখানায় আগুন দিতে পারে। তবে সিসি ক্যামেরা দেখলে কিভাবে আগুন লাগলো তা জানা যাবে।

নওহাটা ফায়ার অফিসের ফায়ার ফাইটার রফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে তারা ধারনা করছেন। এতে ক্ষতি হয়েছে প্রায় ৬ লাখ টাকা এবং রক্ষা করা গেছে প্রায় ২৫ লাখ টাকার মালামাল।

পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি নাশকতা তা তদন্ত করে দেখা হচ্ছে।