ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ৮:২১ পূর্বাহ্ন

তানোরের এসিল্যান্ডের ঘারে শতাধিক পদ

  • আপডেট: Wednesday, February 12, 2025 - 7:45 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধিক পদের দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মাসতুরা খাতুন।

শীর্ষ পদগুলোর মধ্যে রয়েছে- তানোর উপজেলা পরিষদ প্রশাসক, তানোর উপজেলা নির্বাহী অফিসার, মুন্ডমালা পৌর সভার প্রশাসক ও তানোর পৌর সভার প্রশাসকসহ উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি।

গত শনিবার উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বদলি হয়ে ঢাকায় চলে যান। ফলে, উপজেলা নির্বাহী অফিসারের দাযিত্বপ্রাপ্ত সকল পদগুলোর দায়িত্ব এসিল্যান্ডকে পালন করতে হচ্ছে। তবে, দায়িত্ব বাড়ার সাথে-সাথে ব্যাপক কর্মব্যস্ততার মধ্য দিয়েই সকল দায়িত্বই পালনে ব্যস্ত সময় পার করছেন তিনি।

ছাত্র জনতার আন্দোলনে দেশের সরকার পরিবর্তন হওয়ার পর মুন্ডমালা পৌর সভার প্রশাসকের দায়িত্ব পান এসিল্যান্ড মাসতুরা খাতুন। অপরদিকে উপজেলা পরিষদ প্রশাসক, তানোর পৌর সভার প্রশাসকসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সভাপতির দায়িত্ব পান উপজেলা নির্বাহী অফিসার। গত শনিবার বদলি উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম চলে যাওয়ার পর এসব পদের দায়িত্ব দেয়া হয়েছে এসিল্যান্ডকে।

নিজ দপ্তর তানোর উপজেলা ভুমি অফিস ও মুন্ডমালা পৌর সভার কর্মকর্তা কর্মচারীসহ সেবা গ্রহীতাদের কাছে মিষ্টি ভাষী, পরিশ্রমী, নিষ্ঠাবান ও সৎ অফিসার হিসেবে নিজের অবস্থান ও সুনাম অর্জন করতে সক্ষম হওয়া এই অফিসার নিজ দপ্তর তানোর উপজেলা ভূমি অফিস থেকে তিনি দায়িত্ব পাওয়া দপ্তরগুলোর কাজ সিরিয়াল অনুযায়ী করার পাশাপাশি নিজ দপ্তরের ভূমি সংক্রান্ত মিস কেসের শুনানীও করছেন। তানোর উপজেলায় কলেজ রয়েছে ১৪টি, মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৭৬টি মাদ্রাসা রয়েছে ২৮টি এবং প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১শ ২৮টি।