ঢাকা | এপ্রিল ২১, ২০২৫ - ১১:৩৯ পূর্বাহ্ন

ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি: রাণীনগরে সরিষা মাড়াই শুরু

  • আপডেট: Wednesday, February 12, 2025 - 7:00 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চলতি মৌসুমে সরিষা তোলা ও মাড়াই শুরু হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ভালো ফলন পাচ্ছে চাষিরা। অল্প খরচে ফলন বেশি ও লাভ ভালো হওয়ায় বিগত বছরের তুলনায় এবার সরিষার চাষ বেশি হয়েছে।

গত কয়েক দিন আগেও বিস্তৃর্ণ মাঠে হলুদের সমারহ চোখে পড়লেও বর্তমানে সরিষা পেকে যাওয়ায় চাষিরা সরিষা তোলা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছে। বাজার দর ভালো থাকায় সরিষা চাষে কৃষকরা লাভবান হবে এমনটাই বলছেন স্থানীয় কৃষি বিভাগ। মাড়াইয়ের কাজে যন্ত্রের ব্যবহার হওয়ায় শ্রমিক সঙ্কটে পরতে হচ্ছে না চাষিদের।

জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে প্রান্তিক চাষিরা ধান চাষের পাশাপাশি চলতি মৌসুমে সরিষা চাষের দিকে দিন দিন ঝুকছে। এবছর রাণীনগরে প্রায় ৩ হাজার ৯শ’ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।

যা বিগত বছরের তুলনায় প্রায় অর্ধেকের বেশি। আবহাওয়া ভালো থাকার কারণে সঠিক সময়ে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে নানা জাতের সরিষার বীজ রাসায়নিক সার বিতরণ করায় কিছুটা আগেই চাষিরা সরিষা বপন করেছিলো।

চাষিদের নিবিড় পরিচর্যা আর রোগবালাই না হওয়ার কারণে ভালো ফলন পাচ্ছে চাষিরা। ইতিমধ্যে পুরোদমে সরিষা তোলা মাড়াই শুরু হয়েছে। বর্তমান বাজারে মান ভেদে প্রতিমণ সরিষা ৩ হাজার টাকা থেকে ৩ হাজহার ৫শ টাকা পর্যন্ত বেচাকেনা হচ্ছে।

উপজেলার গোনা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কৃষক মজিবর রহমান জানান, আমি এই মৌসুমে ২বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। মাড়াই শেষে ভালো ফলন ও দাম দু’টোই ভালো পেয়েছি। আগামীতে আরও বেশি পরিমাণ জমিতে সরিষার আবাদ করার ইচ্ছা আছে।

উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র রায় জানান, আমাদের উপজেলায় চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকার কারণে প্রায় ৩ হাজার ৯শ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এর মধ্যে বারি-১৪ জাতের সরিষাতে চাষিরা বেশি লাভবান হচ্ছে।

সরিষা তুলে চাষিরা আবার একই জমিতে ইরি ধান কিম্বা অন্যান্য ফসল ফলানোর জন্য কিছুটা আগেই চাষিরা জমি থেকে সরিষা তুলছে। খরচ কম এবং বাজারদর ভালো থাকায় দিন দিন চাষিরা সরিষা চাষের দিকে মনযোগ বাড়াচ্ছে। আমাদের অফিস থেকেও মাঠ পর্যায় চাষিদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে।