ঢাকা | ফেব্রুয়ারী ২৪, ২০২৫ - ১২:৫৭ পূর্বাহ্ন

অপসারণ ও বিচারের দাবিতে পার্বতীপুরের ইউএনও অবরুদ্ধ

  • আপডেট: Wednesday, February 12, 2025 - 7:22 pm

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার দুর্নীতি অনিয়মের বিচার ও অবিলম্বে তার অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও তার অফিস কক্ষ অবরোধের কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার দুপুর ১২টায় পার্বতীপুর শহরের শহিদ মিনার সড়কে ১ ঘণ্টাব্যাপী মানবন্ধব কর্মসূচি পালিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুনের নানা দুর্নীতি ও অনিয়মের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় নাগরিক কমিটির আহবায়ক, অ্যাডভোকেট (শিক্ষানবিশ) তারিকুল ইসলাম, পরে তার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে বেলা ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অবরোধ করে।

এ সময় বিক্ষোভকারী দুর্নীতিবাজ ইউএনও অপসারণ চাই, বিচার চাই, ইত্যাদি নানা স্লোগান দিতে থাকে। বেলা সাড়ে ৩ টায় এ নিয়ে দু’পক্ষের পক্ষে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

এ সময় আন্দোলনকারীরা তাকে নতুন কর্মস্থলে যাওয়ার জন্য ২ ঘণ্টা আল্টিমেটাম দেন। তবে আল্টিমেটামের সময় শেষ হওয়ার আগে বিকাল ৪টায় উপজেলা নির্বাহী ফাতেমা খাতুন তার কার্যালয় ত্যাগ করে উপজেলা চত্বরে তার সরকারি বাস ভবনে চলে যান। এ সময় আন্দোলনকারীরা ইউএনও কার্যালয় তালাবন্ধ করে ও স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে।

উল্লেখ্য, বিসিএস ৩৫ তম প্রশাসন ক্যাডারে মুক্তিযোদ্ধা কোটায় ২০২৪ সালের ১২ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ফাতেমা খাতুন পার্বতীপুর উপজেলায় যোগদান করেন।

গত ৫ আগস্ট, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাসিনা সরকারের ‘পতন’ হলে একই বছরের ডিসেম্বর মাসে তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ইউএনও পদে বদলীর আদেশ পান। কিন্তু তিনি সেখানে যোগদান করেননি।

একই ভাবে ২০২৫ সালে জানুয়ারি মাসে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলী করা হলেও সেখানেও ‘বদলীর’ বিষয়টি ‘তদবির’ করে রহিত করেন বলেন স্থানীয় জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ দাবি করেন।

বার বার বদলীর আদেশ পরিবর্তন করে পার্বতীপুরে থাকার চেষ্টা করায় তার বিরুদ্ধে পার্বতীপুরে সর্বস্তরের মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ব্যাপারে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে এডিসি জেনারেল নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহলদল ঘটনাস্থল পরির্দশনে আসেন বলে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন জানান। বর্তমানে উপজেলা চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।