ঢাকা | মে ১৬, ২০২৫ - ৪:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

মহাদেবপুরে প্রেমিকার সঙ্গে অভিমান করে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

  • আপডেট: Tuesday, February 11, 2025 - 8:15 pm

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার রাইগাঁ ইউপির মাতাজিহাট কৃষ্ণপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে— প্রেমিকার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী। নিহত কলেজ শিক্ষার্থীর নাম সোয়াইব হোসেন (১৭)। তিনি কৃষ্ণপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। মাতাজিহাট বিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, সোয়াইবের সঙ্গে একই এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল।

কিছুদিন আগে তার প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যায়। এতে মানসিকভাবে বির্পযস্ত হয়ে পড়েন তিনি। করতে তাকে অস্বাভাবিক আচরণ। সোমবার রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS