ঢাকা | মে ১৬, ২০২৫ - ৫:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী মহানগরীতে ডেভিল হান্টে ৩ জনসহ গ্রেপ্তার ২৭

  • আপডেট: Tuesday, February 11, 2025 - 8:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৩ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২৭ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩ জন গ্রেপ্তার হয়েছে।

এছাড়াও আরএমপির অভিযানে ২৪ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে ১৪ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন সুমন, হাফিজুর রহমান সাগর (৪৫) ও আতিকুর রহমান (২৪)। সুমন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ এলাকার আব্দুস সালাম ওরফে মানুর ছেলে। সে রাজশাহী মহানগর ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

হাফিজুর রহমান কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। সে কাশিয়াডাঙ্গা থানার যুব মৈত্রীর সাবেক আহ্বায়ক এবং ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান রাজশাহী জেলার বাগমারা থানার ভাতঘরপাড়ার আব্দুল খালেকের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS