ঢাকা | মে ১৬, ২০২৫ - ৮:২০ অপরাহ্ন

শিরোনাম

চারঘাটে পিকনিকের খাবার খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী-অভিভাবক অসুস্থ

  • আপডেট: Tuesday, February 11, 2025 - 8:49 pm

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে পিকনিকের খাবার খেয়ে থানাপাড়া সোয়ালোজ প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অসুস্থ হয়ে পড়েছেন। গত সোমবার দুপুর থেকে গতকাল মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ৪৫ জন চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা বলছেন, ফুড পয়জনিং এর কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন।

জানা গেছে, চারঘাট উপজেলা সদরের বেসরকারি প্রতিষ্ঠান থানাপাড়া সোয়ালোজ প্রাথমিক বিদ্যালয় থেকে রবিবার সকালে শিক্ষার্থী ও অভিভাবকসহ ১৮০ জন গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে পিকনিকে যান। এর মধ্যে ৪৭ জন ছিল ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও বাকিরা অভিভাবক ও তাদের আত্নীয় স্বজন।

পিকনিকের সকল সদস্যের খাবার থানাপাড়া সোয়ালোজে রান্না করে প্যাকেট করে নিয়ে যাওয়া হয়। সাফিনা পার্কে পৌঁছানোর পর দুপুর ২টার দিকে দুপুরের খাবার পরিবেশন করা হয়। এরপর গত রোববার সন্ধার দিকে পিকনিক থেকে বাড়ি ফেরার পর থেকে অনেকের ডায়রিয়া ও বমি শুরু হয়।

গত সোমবার দুপুর থেকে আরো বেশি অসুস্থ হয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া শুরু করেন তারা। এভাবে পর্যায়ক্রমে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে যাদের শারিরিক অবস্থা কিছুটা ভাল তারা বাড়িতেই ডায়রিয়ার চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রপালী খাতুন বলেন, গত রোববার খাবার খাওয়ার পর রাত থেকেই আমার দুই মেয়ের ডায়রিয়া শুরু হয়েছে। গত সোমবার থেকে অবস্থা আরো বেশি খারাপ। এখন দুই মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। স্যালাইন চলছে, তবে ভীষণ দুশ্চিন্তায় আছি।

থানাপাড়া সোয়ালোজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ নেওয়াজ বলেন, খাবার রান্না করে সুন্দর ভাবে পরিবেশন করা হয়েছে। কিন্তু কি কারণে ফুড পয়জনিং হয়েছে বুঝতে পারছিনা। আমার নিজের মেয়েও অসুস্থ হয়ে ভর্তি আছে। চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক রেজা বলেন, ফুড পয়জনিং এর কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। শিশু বিশেষজ্ঞসহ চিকিৎসকরা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। রোগীদের অবস্থা এখন অনেকটা ভাল। কোনো রোগীর অবস্থা আশংকাজনক মনে হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS