ঢাকা | ফেব্রুয়ারী ২৪, ২০২৫ - ৪:৩৪ পূর্বাহ্ন

বিএনপির চাঁপাই পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, February 11, 2025 - 8:00 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার সময় পৌর বিএনপির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) চত্বরে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। পৌর বিএনপির আহ্বায়ক সারোয়ার জাহানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহীন শওকত।

জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম. জামাল বাচ্চুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহ্বায়ক কামরুল আরেফিন বুলু, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ প্রমুখ। সম্মেলনে কোনো কমিটি ঘোষণা করা হয়নি। সদস্যদের নিয়ে ভোটের মাধ্যমে কমিটি পরে দেয়া হবে বলে জানান নেতৃবৃন্দ।