ঢাকা | মে ১৩, ২০২৫ - ৭:৫২ অপরাহ্ন

শিরোনাম

কে হচ্ছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী?

  • আপডেট: Monday, February 10, 2025 - 9:55 pm

অনলাইন ডেস্ক: দিল্লি বিধানসভা ভোট কেবল শেষ হয়েছে। বিজেপির দাপুটে জয়ের পর এবার লাখ টাকার প্রশ্ন, রাজধানীর মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন? দিল্লিতে বিজেপির বিধায়ক শিবির থেকে একাধিক নাম এই জল্পনায় উঠে আসছে।

তবে বেশ কিছু মিডিয়া রিপোর্টের দাবি, রাজনৈতিক সারপ্রাইজ দিয়ে দিল্লিতে মুখ্যমন্ত্রী পদে কোনো চমক দিতে পারে বিজেপি। একাধিক ফ্যাক্টর এ ক্ষেত্রে আলোচনায় উঠে আসছে।

দিল্লিতে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে বারবার নাম উঠছে পরবেশ ভার্মার। দিল্লি ভোটে বিজেপির এই তুরুপের তাসের কাছেই পরাজিত হয়েছেন আপের প্রতিষ্ঠাতা তথা দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরবেশ ভার্মার বাবাও ছিলেন এককালে মুখ্যমন্ত্রী। ফলে এই আলোচনায় নানান কারণে পরবেশ ভার্মার নাম উঠে আসছে।

এ ছাড়াও রিপোর্ট দাবি করছে, দিল্লির বিজেপি প্রধান ও নবনির্বাচিত বিধায়ক সতীশ উপাধ্যায়ের নাম রয়েছে চর্চায়। এ ছাড়াও পবন শর্মা, আশিস সুদসহ একাধিক জনের নাম উঠছে জল্পনায়। এছাড়াও জাতিগত দিকের হিসাবকে নজরে রেখেও তফশিলি উপজাতি থেকে উঠে আসা বিধায়কদের দিকেও পার্টি নজর রাখছে বলে রিপোর্টের দাবি।

এক্ষেত্রে কৈলাস গাঙ্গওয়াল, রবীকান্ত উজ্জয়ন, কৈলাস সিংদের নামও উঠছে। এছাড়াও বহু রিপোর্টের দাবি, দিল্লির বুকে আপের অতশীর পর ফের এক মহিলাকে বিজেপি তার মুখ্যমন্ত্রী করতে পারে। সেক্ষেত্রে বিজেপি কোনও ‘সারপ্রাইজ’ পরিকল্পনা করছে কী? রয়েছে জল্পনা। মহিলা বিধায়কদের মধ্যে দৌড়ে কাদের নাম রয়েছে দেখা যাক।

শিখা রায়: আপের সিনিয়র নেতা সৌরভ ভরদ্বাজকে ভোটে হারিয়েছেন বিজেপির শিখা রায়। গ্রেটার কৈলাস বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শিখা রায়, পেশায় আইনজীবী। তাকে কার্যত ‘সারপ্রাইজ প্রার্থী’ হিসেবে মাঠে নামিয়েছিল বিজেপি। দুবারের কাউন্সিলর শিখা পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী।

রেখা গুপ্তা: দিল্লির শালিমারবাগের আসন থেকে জয়ী হয়েছেন বিজেপির রেখা গুপ্তা। ২৯ হাজারের বেশি ভোটে তিনি আপের বন্দনা কুমারীকে হারিয়েছেন। তিনি দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট।

বাঁশুরি স্বরাজ: সুষমা স্বরাজের কন্যা তথা আইনজীবী বাঁশুরি স্বরাজও রয়েছেন দৌড়ে। কেন্দ্রীয় মন্ত্রী বাঁশুরি নয়া দিল্লি লোকসভা আসন থেকে জয়ী হয়েছিলেন।

স্মৃতি ইরানি: লোকসভা ভোটে আমেঠি থেকে বড় ধাক্কা খেয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রিপোর্ট বলছে, তার নামও জল্পনায়।

পুনম শর্মা: দিল্লির ওয়াজিরপুর বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন পুনম শর্মা। তিনি আপের রাজেশ গুপ্তাকে ১১৪২৫ ভোটে হারিয়েছেন।

নীলম পেহেলওয়ান: দিল্লির নজফগড় কেন্দ্র থেকে বিজেপির এই প্রার্থী জয় ছিনিয়ে নিয়েছেন। আপের তরুণ কুমারকে তিনি ২৯ হাজারের বেশি ভোটে হারিয়ে পেয়েছেন জয়।

এ পর্যন্ত দিল্লি তিনজন মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছে। বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত ও আপের অতিশী। এবার যদি বিজেপি ২০২৫ দিল্লি ভোটে জয়ের পর মহিলা মুখ্যমন্ত্রীকেই বেছে নেয়, তাহলে তিনি দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হবেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS