ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ৩:২৫ অপরাহ্ন

রাবি ক্যাম্পাসে নিষিদ্ধ পপি গাছ

  • আপডেট: Sunday, February 9, 2025 - 9:35 pm

স্টাফ রিপোর্টার: ‘পপি’ বাংলাদেশে একটি নিষিদ্ধ গাছ বলে পরিচিত। পপি ফলের রস থেকে আফিম তৈরি হয়। দেশে পপি ফুলের চাষ নিষিদ্ধ হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবনের সমানে দেখা মিলেছে এই গাছের।

রোববার দুপুরের দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ফুল বাগানে বেশ কিছু পপি ফুলের গাছ। বাগানের অন্য ফুল গাছের আড়ালে বেড়ে উঠছে এ গাছগুলো। বেশিরভাগ গাছেই ফুটেছে লাল ও সাদা রঙের ফুল। কিছু গাছে ফল ধরতেও দেখা যায়।

বাগানের মালি মকবুল বলেন, আমরা ইচ্ছেকৃতভাবে এগুলো লাগাইনি। আগে বাগানে এগুলো লাগানো ছিল। সেই বীজ থেকে এই গাছগুলো হয়েছে। এক শিক্ষার্থী বলেন, আমরা বাগানে এই ফুল দেখার পর মালিকে বলি। প্রথমে নিষিদ্ধ ফুল বললে মালি তা অস্বীকার করেন। পরে জেরা করলে বলেন, পুলিশে বলেন, যা খুশি করে নেন।

ওই বাগানের দায়িত্বে আছে পদার্থবিজ্ঞান বিভাগ। পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি ড. এম খালিলুর রহমান খান সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমরা অবগত ছিলাম না। হয়তো ভুলবশত হয়ে গেছে। আমরা গাছগুলো তুলে ফেলার ব্যবস্থা করবো। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন সাংবাদিকদের বলেন, আসলেই এ সম্পর্কে আমার কোনো তথ্য নেই। তবে যদি ইচ্ছাকৃতভাবে পপি ফুল চাষ করা হয়ে থাকে, আমরা বিষয়টি তদন্ত করে দেখব এবং অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আর যদি এটি অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকে, তাহলে আমরা সেগুলো উপড়ে ফেলব। এটি সম্পূর্ণ অনাকাঙ্খিত।