ঢাকা | মে ১৫, ২০২৫ - ৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী কলেজে ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ

  • আপডেট: Sunday, February 9, 2025 - 7:59 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।
মারধরের পর রোববার দুপুর আড়াইটার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক শিক্ষার্থীর নাম আতিকুর রহমান।

তিনি রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। বাবার নাম আবদুল খালেক। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মুসলিম ছাত্রাবাসের সামনের একটি চায়ের দোকানে বসে ছিলেন আতিকুর রহমান। কিছু শিক্ষার্থী তাকে সেখান থেকে মুসলিম ছাত্রাবাসে ধরে নিয়ে যান।

এরপর তাকে বেধে রাখা হয়। এসময় তার মোবাইল ফোনে দেখা যায়, তিনি এখনও ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত আছেন। তখন তাকে মারধর করা হয় এবং তুলে দেয়ার জন্য পুলিশে খবর দেয়া হয়।

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ জানান, শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্মী আতিকুরকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে। তার নামে মামলা করা হবে। এরপর সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS