ঢাকা | ফেব্রুয়ারী ২৪, ২০২৫ - ৪:৩৪ পূর্বাহ্ন

বিএনপি নেতাদের সাথে রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের সৌজন্য সাক্ষাত

  • আপডেট: Sunday, February 9, 2025 - 8:18 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের পরিচালনা কমিটিকে উচ্চ আদালত থেকে বৈধতার ঘোষণা পাওয়ায় মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী, সদস্য সচিব মামুন অর রশিদ ও সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সংগঠনের নেতারা।

রোববার সন্ধ্যায় রাজশাহী জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে এ সাক্ষাত করেন সড়ক পরিবহণ গ্রুপের নেতৃবৃন্দ।

এসময় সড়ক পরিবহণ গ্রুপের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয়। সেইসাথে রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিএনপি নেতাবৃন্দের সহায়তা কামনা করা হয়।

এসময় রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপ সাধারণ নজরুল ইসলাম হেলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সহ-সাধারণ সম্পাদক এসএম মিনাল উদ্দিনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত।