ঢাকা | মে ১৪, ২০২৫ - ২:৩১ অপরাহ্ন

শিরোনাম

মোহনপুরে বাড়ির বাহিরে আগুন

  • আপডেট: Sunday, February 9, 2025 - 7:22 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় বসত বাড়ির বাহির অংশে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত ৪ টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের ডুমরিয়া গ্রামে এ ঘটনা ঘটায় দুষ্কৃতকারীরা।

অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের ডুমরিয়া গ্রামে রাতের আধারে নাজিমুদ্দিনের ছেলে আলামিনের বাড়ির বাইরের অংশ আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতকারীরা।

আগুনে খড়ি ও পাশের গাছ পোড়ার গন্ধে বাড়ির ভিতর থেকে সকলে বের হয়ে আসে। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা কয়েকটি মটার পাম্পের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পুলিশ সঠিক ভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS