ঢাকা | মে ১৩, ২০২৫ - ১০:২৬ অপরাহ্ন

রাজশাহীতে মুজিবের ‘সবচেয়ে বড়’ ম্যুরালে রঙের প্রলেপ

  • আপডেট: Sunday, February 9, 2025 - 9:32 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ম্যুরালটি ভেঙে ফেলা যায়নি। তাই সেটির ওপরে সাদা রঙের প্রলেপ দেয়া হচ্ছে।

রোববার সকাল থেকে কয়েকজন রংমিস্ত্রিকে এই কাজ করতে দেখা গেছে। কারা এই কাজের জন্য এনেছেন তা জানাতে পারেননি ওই মিস্ত্রিরা। নগরীর সিঅ্যান্ডবি মোড়ে জেলা পরিষদের জায়গায় ম্যুরালটি নির্মাণ করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। ম্যুরালের উচ্চতা ৫৮ ফুট। তবে মূল অংশের উচ্চতা ৫০ ফুট। আর চওড়া ৪০ ফুট। এটি নির্মাণে ৫ কোটি ২ লাখ টাকা ব্যয় করে সিটি করপোরেশন। নির্মাণের পর রাসিকের পক্ষ থেকে দাবি করা হয়, এটিই দেশের সবচেয়ে বড় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।

ম্যুরালটির সীমানা প্রাচীরের দুপাশে ৭০০ বর্গফুট টেরাকাটার কাজ করা হয়। একাধারে গ্রামবাংলার ঐতিহ্যের লোকজ সংস্কৃতির নানা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যও তুলে ধরা হয়েছে। ল্যান্ডস্কেপিংয়ে গ্রানাইট দিয়ে সজ্জিত করা হয়।

২০১৯ সালের ১ অক্টোবর ম্যুরালের ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণকাজের উদ্বোধন করেন আত্মগোপনে থাকা রাসিকের তৎকালীন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ২০২২ সালে নির্মাণকাজ শেষ হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ম্যুরাল ও টেরাকাটা ক্ষতিগ্রস্ত হয়। তবে ম্যুরালটি ভেঙে ফেলা যায়নি।

রোববার সকাল থেকে সাদা রঙের প্রলেপে ম্যুরাল থেকে শেখ মুজিবের ছবি মুছে দেয়ার কাজ শুরু হয়। এর আগে গত ৫ আগস্টই রাজশাহীতে থাকা বঙ্গবন্ধুর বেশির ভাগ ম্যুরাল গুঁড়িয়ে দেয়া হয়। সবশেষ গত ৬ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে রাজশাহী কলেজে থাকা শেখ মুজিবের ম্যুরালটি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

Hi-performance fast WordPress hosting by FireVPS