ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ৮:২৭ অপরাহ্ন

রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের ফ্যামিলি ডে উদযাপন

  • আপডেট: Saturday, February 8, 2025 - 9:00 pm

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের ফ্যামিলি ডে উদযাপন করা হয়েছে।

শনিবার দিনব্যাপী গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে দিনটি উদযাপন করা হয়।

ফ্যামিলি ডে-এর আয়োজনে সদস্য ও পরিবারের সদস্যরা মেতে ওঠেন আনন্দে। ছিল প্রেসক্লাবের সদস্য ও অতিথিদের জন্য খেলাধুলার আয়োজন।

শনিবার বিকেলে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি মোমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, নির্বাহী সদস্য মামুন-অর-রশিদ, প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান মিল্লাত, সদস্য জাবীদ অপু ও কাজী শাহেদ।

সবশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র পরিচালনা করেন সাংবাদিক জগদীশ রবিদাস।