ঢাকা | ফেব্রুয়ারী ২৪, ২০২৫ - ১:৩৩ পূর্বাহ্ন

দুর্গাপুরে বিষ প্রয়োগে পানের কুড়ি নষ্ট করার অভিযোগ

  • আপডেট: Friday, February 7, 2025 - 7:55 pm

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে প্রকাশ্য পানবরজ ভেঙে দেয়ার পর এবার বিবাদমান জমিতে বিষ প্রয়োগ করে পানের পড় (কুড়ি) নষ্ট করার অভিযোগ অভিযোগ উঠছে প্রতিপক্ষ দুই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এমন ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার নামোদুরখালী গ্রামের সাজ্জাদ আলী নামের এক কৃষক।

অভিযোগ সূত্রে জানা যায়, নামোদুরখালী গ্রামের কৃষক সাজ্জাদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ চাচাতো ভাই মহসিন ও আবু সাইদের জমিজমা নিয়ে দ্বন্দ্ব।

প্রায় দুই মাস আগে সাজ্জাদের ১১ শতক জমিতে পানবরজ গড়ার সময় মহসিনের লোকজন এসে দিবালোকে প্রকাশ্যে তা ভেঙে ফেলে। পরে সাজ্জাদ আবারও নতুন করে পানবরজ গড়ে তুলেন। নতুন গড়ে তোলা পানেরবরজে গত সোমবার রাত ১টার দিকে মহসিন ও আবু সাইদ সাজ্জাদের পানবরজে ঢুকে পানের পড় (কুড়ি) বিষ প্রয়োগ করেন।

এ বিষয়টি টের পেয়ে সাজ্জাদ বাঁধা দিতে গেলে মহসিন ও আবু সাইদ তাকে প্রাণনাশের হুমকি দেয়। পরে সেখান থেকে সাজ্জাদ নিজেই প্রাণ ভয়ে পালিয়ে আসেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

ক্ষতি গ্রস্ত কৃষক সাজ্জাদ জানান, পানবরজ গড়ে তোলার সময় আমার চাচাতো ভাই মহসিন তাদের বাহিনী নিয়ে এসে আমার পানবরজ ভেঙে ফেলে। পরে আবার আমি নতুন করে পানবরজ গড়ে তুলি। এবার তারা আমার পানবরেজ বিষ প্রয়োগ করে বরজের পড় (কুড়ি) নষ্ট করে ফেলেছে।

এ ব্যাপারে সাজ্জাদের প্রতিপক্ষ মহসিন ও আবু সাইদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। দুর্গাপুর থানার উপপরিদর্শক (এএসআই) নাজমুস সাকিব বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।